আজ প্রথম দ্বিতীয়টি শনিবার..
ফুটবলে যে কোনো দলের অগ্রাধিকারের তালিকায় লিগের অনেক পেছনে থাকে কাপ। সেদিক থেকে চারদিনের মধ্যে জোড়া এল ক্লাসিকোর দ্বিতীয়টি বেশি গুরুত্ব পাওয়ার কথা। শনিবার লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকো। তার আগে আজ কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার।
রিয়ালের ডেরা বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। অন্য সময় হলে কাপের এই লড়াইকে লিগের মহারণের মহড়া বলে চালিয়ে দেয়া যেত। কিন্তু এ মৌসুমের বাস্তবতায় ছবিটা ঠিক উল্টো। লিগের চেয়ে কাপের এল ক্লাসিকোই বেশি উত্তাপ ছড়াচ্ছে। কারণ লা লিগার শিরোপ দৌড়ে রিয়ালের চেয়ে নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে বার্সা। শনিবার রিয়ালের মাঠে হারলেও বিশেষ ক্ষতি হবে না বার্সার। কিন্তু আজ হারলে একটি শিরোপার আশা গুঁড়িয়ে যাবে। সেমিফাইনালের মোড়কে এ যেন ফাইনাল।
ন্যুক্যাম্পে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে রিয়াল। আজ গোলশূন্য ড্র করলেও ফাইনালে চলে যাবে তারা। কোপা দেল রে’র রাজত্ব ধরে রাখতে সবার আগে তাই গোল করতে হবে বার্সাকে। ইতিহাস অবশ্য বলছে, কোপা দেল রে’তে রিয়াল-বার্সা মহারণ কখনও গোলশূন্য ড্র হয়নি। ২০১২-১৩ মৌসুমে দু’দলের সর্বশেষ সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে জিতেছিল রিয়াল। এবার ফিরতি ম্যাচ নিজেদের আঙিনায় হওয়ায় স্বস্তি পেতে পারে সান্তিয়াগো সোলারির দল।
সমস্যা হল, বার্সার জন্যও এটা প্রেরণা। বার্নাব্যুতে চলতি শতাব্দীতে রিয়ালের চেয়ে বার্সার রেকর্ড যে ভালো। গত দুই দশকে রিয়ালের মাঠে ২৫টি এল ক্লাসিকোর ১১টিতে জিতেছে বার্সা। রিয়ালের জয় আটটি। বাকি ছয় ম্যাচ ড্র হয়েছে। বার্নাব্যুতে ১৯ ম্যাচে ১৫ গোল করা লিওনেল মেসিই আজ রিয়ালের জন্য সর্বচেয়ে বড় হুমকি। রিয়ালের ডেরায় দুটি হ্যাটট্রিকও আছে বার্সা অধিনায়কের।
এল ক্লাসিকোর আগে সেভিয়ার বিপক্ষে শেষ লিগ ম্যাচে ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে রিয়ালকে বিপদ-বার্তা পাঠিয়েছেন মেসি। মুখেও বলেছেন, ‘আমরা বার্নাব্যুতে জেতার জন্যই যাব। আমরা আত্মবিশ্বসী যে সেটা পারব। ফাইনাল থেকে আর একটি ম্যাচ দূরে আমরা। এরপর লিগ নিয়ে ভাবব। এবার আমরা সব কিছুই জিততে চাই।’
মেসির ফর্ম ও হুংকারে অবশ্য ভয় পাচ্ছেন না রিয়ালের ব্রাজিলীয় সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়র, ‘মেসি নিঃসন্দেহে অবিশ্বাস্য এক খেলোয়াড়, কিন্তু রিয়াল মাদ্রিদ কাউকে ভয় পায় না। আমরা তার মুখোমুখি হতে প্রস্তুত। আমাদের দলেও বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড় আছে।
বার্সার মেসি, সুয়ারেজ, ডেম্বেলে ত্রয়ীর জবাবে রিয়ালের আছে বেনজেমা, বেল ও ভিনিসিয়ুস। এর মধ্যে শেষ লিগ ম্যাচে জয়সূচক গোলের পর উদযাপন না করায় সমর্থকদের তোপের মুখে পড়েছেন গ্যারেথ বেল। তবে এ ঘটনায় শাস্তির পরিবর্তে বেলকে আজ শুরুর একাদশে খেলানোর ইঙ্গিত দিয়েছেন রিয়াল কোচ সোলারি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন