এতোদিনে অভিযোগ তুললেন আশরাফুল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

এতোদিনে অভিযোগ তুললেন আশরাফুল

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
ষষ্ঠ বিপিএলের উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ রান করে আউট হয়েছিলেন। পরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে করেছিলেন ২২ রান। গত আগস্টে সব ধরনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া আশরাফুল বাদ পড়লেন তারপরই। সেই যে বাদ পড়লেন তারপর চিটাগং ভাইকিংসের একাদশে সেভাবে দেখাই যায়নি সাবেক অধিনায়ককে।

আশরাফুলের জায়গায় তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলীকে খেলিয়েছে চট্টগ্রাম। ইয়াসির এতোটাই ভালো খেললেন যে আশরাফুলের কথা প্রায় 'ভুলে'ই যায় চিটগাং! অনেকদিন যাবত বলছিলেন, বিপিএলে আলো ছড়িয়ে আবারও জাতীয় দলে ফিরে আগামীর ওয়ানডে বিশ্বকাপ খেলবেন। কিন্তু বিপিএলে আলো ছড়াতে ব্যর্থ আশরাফুল। প্রথম দুই ম্যাচ খেলার পর ওভাবে বদ পড়া আশরাফুল আবারও একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বিপিএলের একেবারে শেষ দিকে।

কিন্তু সুযোগ কাজে লাগাবেন কী উল্টো সমালোচনার খোরাক জুগিয়েছিলেন। আউট হয়েছেন কোনো রান না করেই। ফিল্ডিংয়ে ফেলেছেন সহজ দুটি ক্যাচ। বাজেভাবে বিপিএল শেষ করার এতোদিন পর সাবেক অধিনায়ক পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ তুললেন।

কদিন পর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবার মোহামেডানের হয়ে ডিপিএল খেলবেন আশরাফুল। ডিপিএলকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সাবেক অধিনায়ক। তার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিপিএলের হতাশা লুকাতে পারেননি।

আশরাফুল বলেন, ‘বিপিএলটা ভালো হয়নি। সুযোগ আমি একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর আসলে বাদ পড়ে হতাশই হয়েছি। তার আগে বিসিএলটা (বাংলাদেশ ক্রিকেট লিগ) ভালো হয়েছিল। বিপিএলে যদি ধারাবাহিক সুযোগ পেতাম তাহলে আরও ভালো খেলার সম্ভাবনা থাকত।’

ডিপিএল নিয়ে আশরাফুল বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে গত বছর ভালো খেলেছিলাম, কিন্তু দল ভালো ফল পায়নি। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হয়েছিল। সেটাই এবার করতে চাই। শুরু থেকে ভালো করতে চাই।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages