নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ছয়জনকে বাজিতপুর মেডিকেলসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মাহমুদাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বাসচালকের বেপরোয়াভাবে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার সময় শ্যামলী পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।
এসময় আশেপাশের লোকজন আহত যাত্রীদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
ভৈরব উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. জালাল উদ্দিন জানান, হাসপাতালে প্রায় ২৫ জন আহত যাত্রীকে চিকিৎসা দেয়া হলেও ছয় জনকে ঢাকা ও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন