বর্তমানে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন (প্রাইভেট) কোম্পানিগুলোর কাছে মোট ৬ হাজার ৮৮২ কোটি ৯৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় সংসদে নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে সোমবার এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, এসব বকেয়ার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে ৬৪২ কোটি ৯৮ লাখ, আধা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে ৭৬৩ কোটি ৯০ লাখ এবং প্রাইভেট (ব্যক্তি মালিকানাধীন) প্রতিষ্ঠানগুলোতে বকেয়ার পরিমাণ ৫ হাজার ৪৭৬ কোটি ৬ হাজার টাকা।
মন্ত্রীর দেয়া তথ্যমতে, মন্ত্রণালয়গুলোর মধ্যে বিদ্যুৎ বিল বকেয়ায় প্রথম স্থানে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, ৩২৩ কোটি ৪০ লাখ টাকা। ২য় স্থানে আছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ১৪২ কোটি ৪৮ লাখ; তৃতীয় খাদ্য মন্ত্রণালয়, ১২৮ কোটি ৩৯ লাখ; চতুর্থ গৃহায়ন ও গণপূর্ত, ৭৮ কোটি ১৬ লাখ; ৫ম স্বরাষ্ট্র, ৬২ কোটি ৫০ লাখ; ৬ষ্ঠ ধর্ম মন্ত্রণালয়, ৪৩ কোটি ১২ লাখ টাকা। সবচেয়ে কম বকেয়া শিল্প মন্ত্রণালয়ের, মাত্র ২০ হাজার টাকা। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে বকেয়া আছে ২ লাখ ৫০ হাজার টাকা। নসরুল হামিদ জানান, বকেয়া বিল আদায়ে ঝটিকা অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আইনি ব্যবস্থাসহ নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।
মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে মোট ৪ লাখ ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে। দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৮৪ হাজার ৫৬৩টি গ্রামের মধ্যে ৭০ হাজার ১২০টি গ্রাম পূর্ণাঙ্গভাবে এবং ৯ হাজার ৮১৮টি আংশিকভাবে বিদ্যুতায়ন শেষ হয়েছে। অবিদ্যুতায়িত ও আংশিক বিদ্যুতায়িত গ্রামগুলোতে পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য ১৭টি প্রকল্পের মাধ্যমে ৬৮ হাজার কিলোমিটার বিতরণ লাইনের কাজ চলছে।
একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বর্তমানে এলপিজি উৎপাদনে ও বোতলজাতকরণের প্লান্টের সংখ্যা ২২টি; যার মধ্যে সরকারি ২টি। এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, দেশে বর্তমানে দৈনিক ২৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। এছাড়া বিদেশ থেকে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে এলএনজির চাহিদা ৩ মিলিয়ন টন এবং আমদানি হচ্ছে মাত্র ৭ লাখ টন।
ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা : চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার ঘোষণা দিয়ে নসরুল হামিদ বলেন, এরই মধ্যে ৯৩ ভাগ এলাকা শতভাগ বিদ্যুতায়নে চলে এসেছে। হুইপ পঞ্চানন বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু এলাকায় ৮০-৯০ শতাংশ বিদ্যুতায়ন করা হয়েছে। আশা করি, সেগুলো এ বছরের শেষনাগাদে শেষ করতে পারব।
সব অনলাইন মিডিয়াকে নিবন্ধিত হতে হবে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে যুগান্তকারী উন্নয়নে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০০৮ সালে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ লাখ, আর এখন ৮ কোটির ওপরে। এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইন মিডিয়া কয়েক হাজার। আমরা অনলাইন নীতিমালা করছি। দেশের সমস্ত অনলাইন মিডিয়াকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন