নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ শুরু হয়েছে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৩২ রান করেছে বাংলাদেশ।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৫ রানের মাথায় ৫ রান করে বোল্টের বলে আউট হন তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস আউট হয়েছেন মাত্র ১ রান করেই।

এরপর মুশফিক ও সৌম্য মিলে চেষ্টা করে বিপর্যয় কাটিয়ে ফেরার জন্য। তবে সেই চেষ্টা সফল হওয়ার আগেই বিদায় নেন তারা দুজনেই। দলীয় ৪২ রানের মাথায়ই বিদায় নেন দুজন। বোল্টের অস্টম ওভারের শেষ বলে ৫ রান করে বোল্ড হয়ে যান মুশফিক। আর পরের ওভারের দ্বিতীয় বলে দারুণ খেলতে থাকা সৌম্য আউট হন ২২ বলে ৩০ রান করে।

সৌম্যর বিদায়ের পর মিঠুন ও রিয়াদ মিলে আরেক দফা চেস্টা করেন বিপর্যয় কাটানোর। কিন্তু এবারও ব্যর্থ তারা বড় জুটি বাধতে। দলীয় ৭১ রানের মাথায় ১৩ রান করে আউট হয়ে যায় রিয়াদ। লুক ফার্গুসনের বলে রস টেলরের হাতে ধরা পড়েন তিনি।

রিয়াদের বিদায়ের পর বাংলাদেশের বিপর্যয় কাটানোর জন্য লড়াই করে মিঠুন ও সাব্বির। কিন্তু স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে সাব্বির ১৩ রানে আউট হলে শেষ হয় এই লড়াইও।

সাব্বিরের পর দারুণ খেলতে থাকা মিরাজও বিদায় নেয় অসহায় একটি বলকে সুইপ করতে গিয়ে। ২৭ বলে ২৬ রান করে দলীয় ১৩১ রানের মাথায় বিদায় নেন তিনি।

এরপরই মুলত আসল লড়াইটা করে বাংলাদেশ। মিঠুনের সাথে যোগ দেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। স্রোতের বিপরীতে দাড়িয়ে লড়াই করতে থাকেন দুজনে। অনেকটাই সফল হয় তারা। দুজনে মিলে ৮ম উইকেট জুটিতে ৮৪ রানের মহামুল্যবান জুটি গড়ে দলের রান ২০০ পাড় করেন।

দলীয় ২১৫ রানের মাথায় ব্যক্তিগত ৪১ রান করে সাইফউদ্দিন বিদায় নিলে ভাঙে বাংলাদেশের প্রতিরোধ। এরপর দলীয় ২২৯ রানের মাথায় অর্ধশতক করা মোহাম্মদ মিঠুনও বিদায় ব্যক্তিগত ৬২ রান করে।

এদের বিদায়ের পরপরই প্রতিরোধ ভাঙে বাংলাদেশের। শেষ উইকেট হিসেবে মুস্তাফিজ আউট হলে বাংলাদেশ অলআউট হয় ২৩২ রানে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages