সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্পার্ক ইলেভেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ডোমেস্টিক এশিয়ান কাপ ২০১৯ এর। আজ ৭ ফেব্রুয়ারি থেকে সেখানে অবস্থানরত ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ২০১৯ আয়োজিত হচ্ছে।
চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান কাপের প্রথম আসরের। ইন্ডিয়ান ইউনাইটেড, পাক লিজেন্ড, শ্রীলঙ্কা লায়ন ও বাংলা টাইগারদের নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ২০১৯ এর পর্দা উঠছে।
প্রবাসী খেলোয়াড়রা নিজেদের প্রতিভার সাহায্যে দেশের সুনাম অক্ষুণ্ন রাখছে। আর তাইতো নিজ উদ্যোগে বেশ কয়েকটি ক্রিকেট ক্লাব গড়ে তুলেছে তারা। প্রবাসে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সব কমিউনিটির নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে তাদের প্রধান লক্ষ্য।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ