ভারত-পাকিস্তান অশান্তির পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই বারবার আক্রমণাত্মক কথা বলে আসছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। এরই প্রেক্ষিতে বুধবার তিনি বললেন, আগামী ৭২ ঘণ্টাই ঠিক করে দেবে যুদ্ধ হবে কিনা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাক সীমান্ত। পাকিস্তান ভারতের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করার পর, সেই বিমানকে তাড়া করে ভারতের মিগ বিমান। ভারতীয় বায়ুসেনার এক পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলেও দাবি পাকিস্তানের।
এই পরিস্থিতিতে পাক রেলমন্ত্রী বলেন, আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি যুদ্ধ হয় তাহলে এটাই হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় যুদ্ধ। তিনি আরও বলেন, পাকিস্তান সম্পূর্ণভাবে তৈরি আছে, তাই যুদ্ধের আকার হতে পারে সংঘাতিক।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান প্রায় যুদ্ধের মেজাজেই রয়েছে। ইতিমধ্যেই রেলে জরুরি পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের দুনিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টাতেই ঠিক হয়ে যাবে যে যুদ্ধ না শান্তি।
এর আগে ট্যুইটারে একটি ভিডিও মেসেজ পোস্ট করেন তিনি। সেখানে বলেন, ‘কেউ যদি পাকিস্তানের দিকে কুনজরে দেখে, তাহলে সেই চোখ উপড়ে নেওয়া হবে। তাহলে আর গাছ জন্মাবে না, পাখিও ডাকবে, মন্দিরে বাজবে না ঘণ্টা।’
ভারতের সংবাদমাধ্যমকে জবাব দিয়ে তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানের হামলার এতটুকুও চেষ্টা করে, তাহলে পাকিস্তান কড়া জবাব দেবে।’ এমনকি ভারতের দিকে প্রয়োজনে মিসাইল ছোঁড়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, ‘আমরা দিওয়ালির জন্য আমাদের বাজিগুলো জমিয়ে রাখিনি।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন