আগামী ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ডাকসু নির্বাচনে দ্রæত তফসিল চায় ছাত্রলীগ, পেছানোর দাবি ছাত্রদলের। সূত্র : ডিবিসি নিউজ।
তফসিল ঘোষণার আগেই ডাকসু ও হল সংসদ ফি পরিশোধকারী ছাত্রদের প্রার্থী ও ভোটার হওয়ার সুযোগ দিয়ে সকল অগণতান্ত্রিক ধারা বাতিল করে নতুন ধারা যুক্ত করার আহŸান জানান প্রগতিশীল ছাত্রজোট। তাদের দাবি প্রশাসন ‘সিনেটের’ সিন্ডিকেট ডেকে ছাত্রদের দাবি বিবেচনা করে ইতিবাচক ভূমিকা প্রদর্শন করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমরা আশা করছি প্রশাসন খুব দ্রæত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আমাদের আরও সৃজনশীল ও ইতিবাচক প্রচারণা চালানোর সুযোগ দিবে, কারণ তফসিল দেরি হলে আমাদের প্রচারনা ও প্রস্তুতির ঘাটতি থেকে যাবে। গণতান্ত্রিক প্রচারনা নেতৃত্বে ভালো উদাহরণ সৃষ্টি করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, প্রশাসনের আচরণে মনে হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে জেতানোর জন্য কাজ করছে। ছাত্রদলের দাবি নির্বাচনে প্রস্তুতি ও প্যানেল দেয়ার মতো সুযোগ নেই, আমাদের প্যানেল দেয়ার মতো যথেষ্ট নেতাকর্মী আছে। কিন্তু তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। ভর্তি হওয়ার সুযোগ না দিলে আমরা প্যানেল দিব কীভাবে ।
ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বলেন, নির্বাচনের তারিখ ঠিক রেখে সাত দিনের মধ্যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন