সাতক্ষীরায় পুলিশের এসআইসহ চারজনকে মারধর করে দুই গাঁজাখোরকে ছিনিয়ে নিয়েছে যুবলীগ ক্যাডাররা। রোববার রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলার বোসখালি গ্রামে এক যাত্রাপালা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সরস্বতী পূজা উপলক্ষে তপন কুমার নামে এক ব্যক্তির বাড়িতে যাত্রাপালা চলছিল। অনুষ্ঠানে তারানিপুর গ্রামের হাসানুর রহমান, শাহিনুর রহমান, রেজাউল ও বাবুসহ বেশ কয়েকজন যুবলীগ ক্যাডার গাঁজা খেয়ে অস্বাভাবিক আচরণ করছিল। এ সময় পুলিশ তাদের মধ্যে হাসানুর ও শাহিনুরকে আটক করে হাতে হ্যান্ডকাফ লাগায়।
এ খবর পেয়ে নিকটস্থ ভেটখালি বাজার থেকে একদল যুবক ঘটনাস্থলে পৌঁছে নিজেদের যুবলীগ নেতা-কর্মী পরিচয় দিয়ে আটকদের ছেড়ে দেয়ার জন্য পুলিশের ওপর চাপ দেয়। পুলিশ ছাড়তে অস্বীকৃতি জানালে নামধারী যুবলীগ ক্যাডাররা লোহার রড ও লাইট দিয়ে পুলিশের এসআই আবদুল হাইকে সজোরে আঘাত করে হাসানুর ও শাহিনুরকে ছিনিয়ে নেয়। বাধা দিতে গিয়ে আহত হন এএসআই মিজানুর, কনস্টেবল শাহজালাল ও গ্রামপুলিশ আবু মুসা।
পরিস্থিতি দেখে অনুষ্ঠানের লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। পরে শ্যামনগর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন পুলিশের ওপর হামলাকারীদের ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় মামলা হয়েছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন