বরিশালে দরজায় তালা ঝুলিয়ে কোচিং বানিজ্য - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বরিশালে দরজায় তালা ঝুলিয়ে কোচিং বানিজ্য

Share This

বরিশাল নগরীর বিভিন্ন কোচিং সেন্টারে আকস্মিক অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে বসে কোচিং কার্যক্রম চালানো ৫টি কোচিং সেন্টার বন্ধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মো. মোজাম্মেল হক চোধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালীত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চোধুরী বলেন, এসএসসি পরীক্ষার জন্য সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারি আদেশ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর গোড়াচাঁদ রোড, বিএম কলেজ রোড, বৈদ্য পাড়াসহ বিভিন্ন এলাকায় পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বেশিরভাগ কোচিং সেন্টার বন্ধ পাওয়া গেলেও ৫টি কোচিং সেন্টারের কোচিং কার্যক্রম চলমান পায় ভ্রাম্যমান আদালত। যারা বাইরে থেকে তালা ঝুলিয়ে ভেতরে বসে কোচিং করাচ্ছিলেন। তখন ভ্রাম্যমান আদালত কৌশলে বিষয়টি ধরে ফেলে।

পরে গোড়াচাঁদ দাস রোডের ইডেন গার্লস একাডেমীর তানজিল খান, বিএম কলেজ রোড এলাকার সাইফুরস কোচিং এর হরুন অর রশিদ, বৈদ্যপাড়ার নলেজ একাডেমীর মাহফুজুর রহমান, অনির্বান কোচিং এর অঞ্জন বনিক এবং বিসিএস একাডেমীর মিন্টুকে সরকারি নির্দেশ অমান্য করায় দায়ে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক এক হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাঁচটি কোচিং সেন্টারই বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: