মুক্তি পেয়ে নিজ বাড়িতে জাহালম, সুবিচার না পেলে আইনি ব্যবস্থা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মুক্তি পেয়ে নিজ বাড়িতে জাহালম, সুবিচার না পেলে আইনি ব্যবস্থা

Share This

মুক্তির অপার আনন্দ নিয়ে টাঙ্গাইলে দেলদুয়ার ধুবড়িয়া গ্রামের বাড়িতে ফিরেছেন দুদকের মামলায় বিনা অপরাধে ৩ বছর কারাবাস করা নিরাপরাধ জাহালম। সুবিচার না পেলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে তার পরিবার।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে জাহালম। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরোনো জাহালম পাটকল শ্রমিক হিসাবে কাজ করতেন নরসিংদীর একটি কারখানায়। চাকরিরত অবস্থায় সাড়ে তিন বছর আগে সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

চেহারায় মিল থাকায় মূল অভিযুক্ত সালেকের নাম বাদ দিয়ে জাহালমের নামে চার্জশিট দিলে তাকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে হাইকোর্ট তাকে নিরাপরাধ গণ্য করে মামলা থেকে অব্যাহতি দেয়ার আদেশ দিলে গতকাল তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হোন।

এই ঘটনার পর জাহালমের পরিবার ও এলাকাবাসী অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। সুবিচার না পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান জাহালমের বড় ভাই শাহানুর।

বিনা অপরাধে কারাবাস করায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন জাহালম। কারাবাসের কষ্টকর দিনের কথা জানিয়ে চাইলেন প্রতিকার ও ক্ষতিপূরণ।

জাহালমের মতো বিনা অপরাধে আর কারো জীবনে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এমনটাই দাবি এলাকাবাসীর।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: