সিলেট নগরীর আম্বরখানায় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো চারজন ।
আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কিশোর সাহেদ (১৬) ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে নগরীর চৌকিদেখী এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করেই নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাক-বিতন্ডায় জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। এর একটু পরেই তারা দেশীয় অস্ত্র হাউজিং এস্টেট গেইটের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত হন পাঁচজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সাহেদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার বুকে ছুরিকাঘাতের গভীর ক্ষত ছিল।
আহতদের মধ্যে ওসামা (২২), লিমন (২১) ও রাহি (২০) হাসপাতাল থেকে পালিয়ে যায়। হাসপাতালে গুরুতর আহত অপর ছাত্রলীগ কর্মী মামুনের (২০) অস্ত্রোপাচার চলছে বলে জানা গেছে।
ওসমানী হাসপাতালে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফারুক সিলেটভিউকে জানান, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে সাহেদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন