সৌদি যুবরাজের পাক সফরে কোটি ডলারের ৩ চুক্তি সই হবে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সৌদি যুবরাজের পাক সফরে কোটি ডলারের ৩ চুক্তি সই হবে

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
সৌদি আরবের সঙ্গে পাকিস্তান তিনটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফরের সময়ে কোটি ডলারের এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।-খবর ডন অনলাইনের।

সোমবার পাকিস্তানের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হারুন শরিফ বলেন, দুই দেশের সরকারের মধ্যে তিনটি এমওইউ সই হবে।

তেল পরিশোধনাগার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও খনিজ পদার্থ উন্নয়নের ক্ষেত্রে এসব সমঝোতা সই হবে।

প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে আগামী ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে আসবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এমওইউ ছাড়াও দুই দেশের ব্যবসায়ী ও শিল্পপতীদের মধ্যে অন্যান্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

যুবরাজ সালমানের সঙ্গে সৌদি আরবের অন্তত ৪০ ব্যবসায়ী পাকিস্তান সফরে আসবেন। এসময় তারা স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন।

পাকিস্তানের গোওধারে একটি তেল পরিশোধনাগার স্থাপন করবে সৌদি। হারুন শরিফ বলেন, এটি স্থাপন করতে অন্তত আটশ কোটি ডলার খরচ হবে। বিদেশি বিনিয়োগ ছাড়াও বন্দরনগরির স্থানীয় লোকজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও থাকছে।

পরিশোধনাগারের পাশাপাশি একটি পেট্রোক্যামিক্যাল কমপ্লেক্স স্থাপনেরও কথা রয়েছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর বিশ্বব্যাপী ব্যাপক চাপে রয়েছে সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান।

মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, এ হত্যকাণ্ডের পেছনে যুবরাজ মোহাম্মদের হাত রয়েছে।

এছাড়াও গৃহযুদ্ধকবলিত ইয়েমেনে তার নেতৃত্বাধীন সৌদি জোটের বিমান হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। দীর্ঘ অবরোধের কারণে দেশটি দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages