ফেসবুককে ঢাকায় অফিস করতে চাপ দেবে সরকার - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ফেসবুককে ঢাকায় অফিস করতে চাপ দেবে সরকার

Share This
স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফেসবুকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকদের। এ বৈঠকে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বাংলাদেশে অফিস করার জন্য চাপ দেবার কথা চিন্তা করছে সরকার।

এর আগেও ফেসবুকের ঢাকায় অফিস খোলার বিষয়টি আলোচনায় এসেছিল। তখন কোনো কিছুই এগোয়নি। তাই আবারও নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এবার সরকার বাংলাদেশে সোশ্যাল মিডিয়া জায়ান্টটির ব্যবসায়িক দিকটি প্রাধান্য দিয়ে তাদেরকে চাপ দেওয়ার কৌশল নেয়া হয়েছে।

আগামী ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে। এতে ফেসবুকের শীর্ষ কর্মকর্তারা থাকবেন। বাংলাদেশের টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হকসহ আরও অনেকে অংশ নেবেন।

-সময়ের সংলাপ২৪/ডি-ফএইচ

কোন মন্তব্য নেই: