আজ শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এবারের আসরের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে দেখা যাবে বিপিএলের ফাইনাল ম্যাচ। এছাড়াও ‘র্যাবিটহোলবিডি স্পোর্টস’ ইউটিউব চ্যানেল থেকে সরাসরি বিপিএলের ফাইনাল ম্যাচটি দেখতে পারবে ৩১টি দেশ।
দেশগুলো হল- ভারত, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ক্যানাডা, ইটালি, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মালয়শিয়া, মালদ্বীপ, ওমান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ম্যাক্সিকো, কেনিয়া, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং, কুয়েত, ডেনমার্ক, নামিবিয়া, জার্মানি এবং উগান্ডার দর্শকেরা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন