নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর ঘুড়ে দাড়ানোর জন্য দ্বিতীয় ম্যাচে ভালো করার কথা বলেছিল মাশরাফি। কিন্তু তার সেই কথা পালন করতে পারেনি দলের ব্যাটসম্যানরা। ফলে আরো একটি ৮ উইকেটের হার সঙ্গী হল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচেও ৮ উইকেটে হেরেছে তারা।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ২২৬ রানেই অল আউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের মতই টপ ও মিডলঅর্ডারে সবাই ছিল ব্যর্থ। রান করেছে লোয়ার্ড অর্ডারের ব্যাটসম্যানরা।
আগের দিন হাফসেঞ্চুরি করা মিঠুন এদিন করেন ৫৭ রান। সাব্বির রহমান করেন ৪৩ রান। এছাড়া তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, রিয়াদ ৭, মেহেদী হাসান ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩ ও মুস্তাফিজ ৫ রান করেন।
জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৬.১ ওভারেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দলের গাপটিলৈ ১১৮ ও উইলিয়ামসন ৬৫ রান করেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেনিল কিউইরা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন