নিউজিল্যান্ড সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। শাস্তি কমিয়ে সেই দলে ডাক দেওয়া হয়েছে সাব্বির রহমানকে। সাব্বিরের শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২৮শে ফেব্রুয়ারি৷ কিন্তু শাস্তি কমিয়ে তাকে নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে।
তবে দলে ডাক পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে এখনই থাকছেন না সাব্বির। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
গণমাধ্যমকে এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘ওয়ানডে অধিনায়কের (মাশরাফি) আবেদনে সাব্বিরের শাস্তি কমিয়ে তাকে দলে নেওয়া হয়েছে। কিন্তু তাকে জাতীয় দলে ফেরানো হয়েছে বলে তাকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরাতে হবে, ব্যাপারটা এত সহজ নয়। কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে হলে বেশ কিছু প্রক্রিয়া থাকে। এসব প্রক্রিয়ার বাইরে আছে সাব্বির।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন