ভুয়াভোটের সংসদের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছে জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০ টা থেকে প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদেরর আসতে দেখা গেছে।
এদিকে বিএনপির মানববন্ধর কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাব ও এর আশ-পাশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ বিভিন্ন সংস্থার সদস্যদদের মোতায়েন করা হয়েছে।
কর্মসূচি থেকে খালেদা জিয়া, তারেক রহমান, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে হবে, মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তুলেন নেতাকর্মীরা।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত আছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন