বাংলাদেশের কাছে পাওয়া সেই ‘যন্ত্রণা’ মনে রেখেছেন হেলস - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বাংলাদেশের কাছে পাওয়া সেই ‘যন্ত্রণা’ মনে রেখেছেন হেলস

Share This

২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডিলেডের সেই জয়টার কথা মনে আছে? মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ের পর রুবেল হোসেনের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো বোলিং। দুই মিলিয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। ওই জয়টা বাংলাদেশের জন্য যতোটা ঐতিহাসিক ইংল্যান্ডের জন্য ততোটাই কলঙ্কময়।

কারণ একদিকে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল বাংলাদেশ আর অপর দিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মনে করা ইংল্যান্ডকে। চার বছর আগের সেই বেদনা এখনো ভোলেননি ইংলিশরা। বিপিএল খেলতে এসে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের সেই হারটা স্মরণ করলেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।

বিপিএলের এক ফাঁকে দেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকের মুখোমুখি হয়েছিলেন ইংলিশ তারকা। সেখানে বিপিএল, ইংল্যান্ড দল আগামী বিশ্বকাপ ইত্যাদি নিয়ে নিজের ভাবনার ঝুঁড়ি খুলে বসেছিলেন হেলস।

আগামী বিশ্বকাপে ইংল্যান্ডের সম্ভাবনা জানতে চাইলে হেলস বলেন, ‘চাপটা আমাদের ওপরই বেশি। কারণ গত বিশ্বকাপের পরের তিন বছরে আমরা যা করেছি, তা অসাধারণ। ২০১৫ বিশ্বকাপে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। সেটা ধরলে পরিবর্তনটা দারুণ এবং এর সঙ্গী হতে পারাটা আমার জন্য চমৎকার কিছু। খুব ভালো কিছু খেলোয়াড় আছে দলে। জেসন রয়ের কথা বলতেই হয়, সে-ও এই টুর্নামেন্টে খেলছে। জস বাটলার আছে, গত বছর সেও বিপিএলে ছিল। ভালো খেলতে পারলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

বিপিএলে বাংলাদেশি তরুণ ব্যাটসম্যানদের পারফরম্যান্স কেমন মনে হচ্ছে, এমন প্রশ্নে হেলস বলেন, ‘এখন পর্যন্ত আমার তো ভালোই লেগেছে। আমার মনে হয় বেশ কিছু তরুণ ব্যাটসম্যান একসঙ্গে সামনে এগিয়ে আসছে। এখানে ব্যাটিং করা এমনিতেই একটু কঠিন। কাজেই মাঝেমধ্যে এখানে লো স্কোরিং ম্যাচ হবে, সবাইকেই তা মানতে হবে। আবারও বলি, ব্যাটিংয়ের জন্য বাংলাদেশের উইকেট কখনো কখনো কঠিন মনে হতেই পারে। তারপরও ব্যাটিংয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ