প্লে-অফে খেলবে সিলেট, আশাবাদী নতুন অধিনায়ক কাপালি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

প্লে-অফে খেলবে সিলেট, আশাবাদী নতুন অধিনায়ক কাপালি

Share This

চট্টগ্রামে পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সিলেট সিক্সার্সের কাছে পাত্তাই পায়নি রাজশাহী কিংস। ব্যাটসম্যানদের পর বোলারদের দারুণ নৈপুণ্যে ৭৬ রানের বড় জয় তুলে নিয়ে টেবিলে তলানিতে থাকার লজ্জা এড়িয়েছে সিলেট।

এদিন ১৮১ রানের লক্ষ্য বেঁধে দিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে সিলেট। এরপর পরিকল্পনা অনুযায়ী চলে মাঠের লড়াই। শুক্রবার রাজশাহী কিংসকে হারিয়ে সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক অলক কাপালি বলেন, ‘আমরা চারটা ম্যাচ জয়ের কাছাকাছি গিয়ে হেরেছি। হয়তো ভাগ্য পক্ষে ছিল না। তবে লক্ষ্য ছিল বাকী ম্যাচগুলো জেতার। আজকেও পরিকল্পনা অনুযায়ী খেলে জিতেছি। বাকী ম্যাচগুলো এভাবে জিতে চূড়ান্ত পর্বে খেলার আশা রাখছি।’

বিপিএলের মাঝপথে কনুইয়ের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। নিয়মিত অধিনায়ক চলে গেলেও দলে তেমন প্রভাব পড়েনি বলেই মনে করেন সোহেল তানভীরের বদলে এই ম্যাচে অধিনায়কত্ব করা কাপালি, ‘ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্ব দারুণ ছিল। জুনিয়রদের খুব সাহায্য করতো সে। ইনজুরির কারণে ফিরে গেছে। তবে আমাদের টিম কম্বিনেশন ভালো। তাই অধিনায়ক পরিবর্তনে তেমন প্রভাব পড়েনি।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ