ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ছাত্রীদের উদ্দেশে বলেছেন, তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো তোমরা যাকে বিয়ে করবে সে যেন প্রতিষ্ঠিত হয়। তোমরা কোনো বেকার ছেলেকে বিয়ে করবা না।
ছেলেদের উদ্দেশে তিনি বলেছেন, ছেলেরা প্রতিষ্ঠিত না হয়ে চাকরি-বাকরি না করে কোনো দিন বিয়ে করবে না। তাহলে জীবনে চরম পরাজয় আসবে।
সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার বাঁলিগাও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক ওয়াহিদুজজামান আরও বলেন, যিনি এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, এদেশের মানুষকে মুক্তি দিয়েছেন সেই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অবশ্য কর্তব্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দল-মত নির্বিশেষ সবার নেতা। তাকে অসম্মান করা মানে দেশকে অসম্মান করা।
তিনি আরও বলেন, দেশকে ভালোবাসতে না পারলে নিজের সুন্দর আগামী গড়াও সম্ভব নয়। শিক্ষার্থীদের মনে রাখতে হবে সুশিক্ষিত দক্ষ নাগরিক দেশের সম্পদ। আর সে লক্ষ্যেই পড়াশুনা মনোযোগ দিয়ে করা তোমাদের দায়িত্ব। দক্ষ-শিক্ষিত প্রজন্মই এগিয়ে নেবে দেশকে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এরপর দশম শ্রেণির শিক্ষার্থী তৃষা রাণী নাথ, বিবি জোহরা নিপু, জাহান তানহা ও শারমিন আক্তারের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, আফতাব বিবির হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল্লাহ, অভিভাবক মো. মোস্তফা ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- চন্দন কুমার দাস ও বিনতে ইয়াসমিন মিতু। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জয়ন্তী রাণী শর্মা।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন