হঠাৎ ফিলিস্তিনের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার পদত্যাগ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

হঠাৎ ফিলিস্তিনের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার পদত্যাগ

Share This

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি আল হামদাল্লাহ এবং তার নেতৃত্বাধীন জোট সরকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী রামি আল হামদাল্লাহ নিজেই। দেশটির প্রধানমন্ত্রী ও সরকারের পদত্যাগের ফলে গাজার হামাস শাসকদের সঙ্গে আব্বাসের ফাতাহ’র সম্প্রীতির উদ্যোগকে সংশয়ের মুখে ঠেলে দিলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পদত্যাগ করলেও নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই সরকার পরিচালনার দায়িত্ব পালন করবে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার এমন পদত্যাগে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেননি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে বলা হচ্ছে, কয়েকদিন আগে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাতাহ’র এক বৈঠকে এই সরকারের পরিবর্তে নতুন একটি সরকার গঠনের সুপারিশ করা হয়েছিল।

এদিকে হামাসের একজন কর্মকর্তা বিষয়টির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, 'মন্ত্রিসভার এমন পদক্ষেপ দলটিকে ফিলিস্তিনের রাজনীতি থেকে দূরে সরানো এবং একঘরে করার চেষ্টার অংশ।'

প্রসঙ্গত, ফিলিস্তিনের শিক্ষাবিদ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী রামি আল হামদাল্লাহ। তিনি ২০১৪ সালে দেশটিতে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। রামি আল হামাদাল্লাহই ফিলিস্তিনের পশ্চিম তীর ভিত্তিক হামাসের সঙ্গে ফাতাহ’র সম্প্রীতির প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করছিলেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: