লিমাকে বাঁচাতে সাহায্যের অনুরোধ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

লিমাকে বাঁচাতে সাহায্যের অনুরোধ

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেট সরকারি কলেজের বি.এ প্রথম বর্ষের মেধাবী ছাত্রী সৈয়দা লিমা বেগম (১৯) জটিল কিডনী রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে দুটি কিডনী ড্যামেজ হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন। প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

অসুস্থ লিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুক ভাগ গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের মেয়ে। সৈয়দ শফিকুল ইসলামের মধ্যবিত্তের পরিবার। কোন রকমে ছেলে সন্তান নিয়ে বেঁচে আছেন।

এতদিন আত্মীয়-স্বজনের সাহায্যে লিমা বেগমের চিকিৎসা চলছিল। কিন্তু লিমার দুটি কিডনী নষ্ট হওয়ায় প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। যা তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। মেধাবী লিমাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন লিমার ভাই সৈয়দ রাসেল আহমদ।

অসুস্থ লিমা টাকার অভাবে চিকিৎসাহীন ভাবে বর্তমানে নিজ বাড়ীতে রয়েছে। 
সাহায্য পাঠানোর ঠিকানা- 
০১৭২৬০৯৬২৭৮০১৭৪৫১৯৭৮২৪ (বিকাশ), 
ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ 
অগ্রণী ব্যাংক লিঃ, হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট ও 
একাউন্ট নং-০০২৩১২১০০০৪৯৬৩৫ 
সাউথইষ্ট ব্যাংক লিঃ, বন্দরবাজার শাখা, সিলেট। -ড্রিম সিলেট

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages