একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল, জাল ভোট ও সবরকমের অনিয়ম ঠেকাতে কেন্দ্রভিত্তিক ‘পাহারা কমিটি’ গঠন করছে বিএনপি। আর এতে প্রাধান্য দেওয়া হচ্ছে দলটির সাহসী নারী কর্মীদের। পাশাপাশি পুরুষকর্মীরাও কমিটিতে থাকছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রভিত্তিক ‘পাহারা কমিটি’ গঠনের কাজ শুরু করেছে দলটি। এ জন্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইতোমধ্যে পাহারা কমিটিতে নাম দিতে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে কমিটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে কৌশলগত কারণে এই মুহূর্তে সেই তালিকা প্রকাশ করা হবে না। নির্বাচনের ঠিক আগমুহূর্তে কমিটির তালিকা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।
বিএনপি সূত্রে জানা যায়, ‘ভোটকেন্দ্র পাহারা’ কমিটিতে নারীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। যার কারণ হিসেবে দাবি করা হচ্ছে, পুরুষ নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকায়, ভোটের আগেই তাদের অনেকে গ্রেপ্তার হতে পারেন। তাছাড়া নারীকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী জোর জবরদস্তি করে না। এমন কি ভোটারাও নারীকর্মীদের প্রতি সহানুভূতিশীল থাকে। যা ভোটের বাক্সে ইতিবাচক প্রভাব ফেলে।
সূত্রে আরো জানা যায়, ‘ভোটকেন্দ্র পাহারা’ কমিটির জন্য নারীদের আলাদাভাবে প্রশিক্ষণ দেবে বিএনপি। আত্মরক্ষার পাশাপাশি তাদেরকে ভোট জালিয়াতিরোধে করণীয় বিষয়গুলো রপ্ত করানো হবে।
ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের তো আর সেনাবাহিনী কিংবা পুলিশ নেই। আমাদের শক্তি হচ্ছে জনগণ। তাদের সঙ্গে নিয়েই প্রতিটি ভোটকেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীদের ভোট চুরি প্রতিরোধ করা হবে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৯৯টি। গত নির্বাচনে যা ছিলো ৩৭ হাজার ৭০৭টি
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ