জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এএল, এপি, বি, সি এবং ডি ইউনিটের মেধাতালিকা হতে ভর্তির সাক্ষাৎকার আগামী ৩ ও ৪ ডিসেম্বর নেয়া হবে। অপেক্ষমাণ তালিকা হতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, মেধাক্রমানুসারে শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কাগজপত্র ও অন্যান্য বিষয় যাচাই-বাছাইয়ের পর ভর্তি করানো হবে। এএল, এপি, বি, সি এবং ডি ইউনিটের মেধাতালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ৩ ও ৪ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার ১০ ও ১১ ডিসেম্বর নির্ধারিণ করা হয়েছে।
কোটা তালিকা হতে ভর্তি সাক্ষাৎকার এএল, এপি ও বি ইউনিটের ১৭ ডিসেম্বর, সি ইউনিটের ১৮ ডিসেম্বর এবং ডি ইউনিটের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তির জন্য প্রদেয় ফি ও আনুসাঙ্গিক মোট খরচ নির্ধারণ করা হয়েছে বি ও এপি ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ৫৪০ টাকা এবং এএল, সি ও ডি ইউনিটের ক্ষেত্রে ১৫ হাজার ২৯০ টাকা।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ