"মন চলো রুপের নগরে " নামক মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে লালন গানের শিল্পী অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮ তে সিলেট থেকে চুড়ান্ত ভাবে নির্বাচিত সেরা পাঁচ'র মধ্যে জায়গা করে নিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ ( এমসি) কলেজের ছাত্রী পল্লবী দাস মৌঁ।
শুক্রবার ( ১৬ অক্টোবর) সিলেট মদন মোহন কলেজে ঢাকার চুড়ান্ত পর্বে অংশগ্রহণ কারী শিল্পী বাচাই করতে লালন গানে পুরোধা ব্যক্তিদের উপস্থিতিতে অডিশন রাউন্ডে অংশ নেওয়া প্রায় ১৫০ জনের মধ্য থেকে বিচারকের মাধ্যমে সিলেট সেরা পাঁচ জনকে মূল পর্বের জন্যে নির্বাচিত করা হয়।
সিলেটের এই পাঁচ জন সহ সারাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে ঢাকায় চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। যেখান থেকে দেশসেরা ১০ জনকে লালন গানের সেরা শিল্পী নির্বাচণ করা হবে।
এবিষয়ে জাতীয় পর্যায়ে ঢাকার চুড়ান্ত পর্বে অংশ নিতে যাওয়া পল্লবী দাস মৌঁ'র অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, দেশসেরা গুণীজনদের সামনে গান গাওয়ার বিষয়টা নিয়ে প্রথমে কিছুটা ভয়'ই কাজ করছিল, কিন্তু সকলের দোয়া আর আশির্বাদে সেই ভয়কে জয় করতে সক্ষম হয়েছি, এসময় তিনি ঢাকার মূল পর্বে অংশ নিয়ে ভাল কিছু করার জন্যে সকলের নিকট দোয়া ও আশির্বাদ চান।
উল্লেখ্য, অনার্স ২য় বর্ষের ছাত্রী সুনামগঞ্জের শাল্লা থানার পল্লবী দাস মৌঁ এমসি কলেজের ‘‘সাংস্কৃতিক সংগঠন’’ মোহনা 'র একজন সদস্য এবং নিয়মিত শিল্পী হিসেবে কাজ করছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ