সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পাশ দিয়ে বয়ে চলা ঝুঁকিপূর্ণ সড়কে স্পিডব্রেকার ও ফ্রুটওভারব্রিজের দাবীতে আগামী সোমবার (২৯ অক্টোবর) এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
কলেজের সকল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় তামাবিল সড়কের পাশে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে মাবনবন্ধনটির প্রচার ও সকলের উপস্থিতির লক্ষে ২৭ ও ২৮ অক্টোবর টিলাগড় সংলগ্ন এলাকা এবং কলেজের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থেদের মাঝে এ সম্পর্কিত লিফলেট বিতরণ করা হবে।
প্রসঙ্গত, প্রায় ১৪ হাজার শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের স্বার্থে কলেজের উভয় ফটকের সামনের রাস্তায় স্পিডব্রেকার ও ফুট ওভারব্রিজ নির্মাণের জন্যে গত কিছুদিন আগে কলেজের ২২টি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়।
এসময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দাবীটা বাস্তবায়নের লক্ষে সকলে একসাথে কাজ করতে অঙ্গিকারাবদ্ধ হন। সকলের মতামতের বৃত্তিতে অনলাইনে এসম্পর্কিত একটি গ্রুপ খুলে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সদস্য করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হয়।
দেশে-বিদেশে দাবির স্বপক্ষে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়, এরই ফলশ্রুতিতে সোমবারের এই মানববন্ধনটি হচ্ছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ