সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা রাত থেকে বুধবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সিলেট মহানগরীর ছয় থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেন। তবে কোনো থানা কতজনকে আটক করেছে এ তথ্য এখনো তার কাছে এসে পৌঁছায়নি।
মঙ্গলবার রাত পৌনে ৯টায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুর বাসায় অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং মহানগর বিএনপির সহ সভাপতি সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ ছয়জনকে আটক করে কোতোয়ালি পুলিশ।
একই সময়ে নগরীর উপশহর পয়েন্ট থেকে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল খালিক মিল্টন, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, ছাত্রদল নেতা সুমন আহমদসহ চার নেতাকে আটক করা হয়। রাতেই শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীকে ছেড়ে দেয় পুলিশ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ