গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্য-ইমরুলের ব্যাটে ভর করেই এ ম্যাচে জিতে নিয়েছে টাইগাররা। আর বরবরের মতই এবার জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করলো টাইগার বাহিনী। কি নেই এখন বাংলাদেশ দলে ? এদিকে বাংলাদেশ দলে এখন একঝাঁক বিদেশি কোচিং স্টাফ, হেড কোচ, ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন কোচ ফিল্ডিং কোচ, ট্রেনার ফিজিও আর কম্পিউটার অ্যানালিস্ট-সবই আছে। এবং সবই বিদেশী। এটাই শেষ নয়।
তাছাড়া এ সিরিজের আগে একজন মনোবীদও নিয়োগ করা হয়েছে অল্প কিছুদিনের জন্য। কিন্তু গতকাল বোঝা গেল টিম বাংলাদেশে জন্য একজন পরিসংখ্যানবীদও যে বড্ড দরকার! একজন পরিসংখ্যানবীদ দলের সাথে থাকলে নির্ঘাত গতকাল একটি বিশ্ব রেকর্ডের জন্ম দিতে পারতেন ইমরুল কায়েস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক বনে যেতে পারতেন ইমরুল কিন্তু মাত্র ১১ রানের জন্য সে সুযোগ হেলায় হারিয়েছেন মেহেরপুরের এ বাঁ-হাতি ওপেনার।
যেহেতু টিম বাংলাদেশে কোন পরিসংখ্যানবীদ নেই! থাকলে নির্ঘাত তিনিই বলে দিতেন এক বিশ্বরেকর্ডের হাতছানি আপনার সামনে। এদিকে ওই বিশ্ব রেকর্ড করতে না পারলেও শতরান করার পথে তার রান যখন ৭৯ ঠিক তখনই একটি রেকর্ড স্রষ্টা হলেন ইমরুল কায়েস। তাছাড়া এ সিরিজে ইমরুল সে সুযোগটা হাতছাড়া করলেন। গত ২৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া না করলেই হয়ত আজ এই সাগরিকায় ইমরুলময় রাত হয়ে যেতো। তখন একজোড়া বিশ্ব রেকর্ডের স্রষ্টা বনে যেতেন তিনি।
এরপর তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজ এলেই তার নাম উচ্চারিত হতো কিন্তু ২৪ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ রানে আউট হয়ে সে সুযোগ হেলায় হারিয়েছেন ইমরুল। যেহেতু জানতেন না তাই আগে খারাপ লাগেনি তেমন। তবে গতকাল খেলা শেষে সংবাদ সম্মেলনে জানলেন দু দুটি বিশ্ব রেকর্ডের কথা, তাই আগে মনে না হোক আজ রাতে হোটেলে ফেরার পথে টিম বাসেই হয়ত আফসোস-অনুশোচনা এসে বাসা বাঁধবে মনে। বার বার মনে হবে ইস কি সুযোগটাই না হাতছাড়া করলাম!
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ