খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেছে মেডিকেল বোর্ড - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেছে মেডিকেল বোর্ড

Share This

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগার থেকে মাইক্রোযোগে তারা বেরিয়ে যান। এর আগে পৌনে ৪টায় মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগারে প্রবেশ করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুব-উল ইসলাম আলম জানান, খালেদার স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে গেছেন। প্রায় ২০ মিনিট ধরে মেডিকেল বোর্ড খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পরিচালক আব্দুল্লাহ আল হারুন জানান, কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডটি গঠন করা হয়।

পাঁচ সদস্য মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডা. আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ