চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর মাসের চাকরির নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময়সূচি প্রকাশ হয়েছে। বাংলাদেশ জার্নাল পাঠকদের জন্য তা প্রকাশ করা হলো….
১) সমাজসেবা অধিদপ্তরঃ
ক. ফিল্ড সুপারভাইজার (পদসংখ্যা-৫০)
খ. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদসংখ্যা-১৫৭)
(১৪ সেপ্টেম্বর,২০১৮; বিকাল ৩টা)
পরীক্ষা নিয়ন্ত্রকঃ ব্যবস্থাপনা বিভাগ, ঢাবি
২) সমাজসেবা অধিদপ্তরঃ
ক. সমাজকর্মী(ইউনিয়ন) (পদসংখ্যা-৪৬৩)
(২১ সেপ্টেম্বর,২০১৮; বিকাল ৩টা)
৩) বাংলাদেশ পাটকল কর্পোরেশন (BJMC)
ক. সহকারী ব্যবস্থাপক (পদসংখ্যা-৭)
খ. সহকারী(হিসাব/অর্থ/নিরীক্ষা/এমআইএস) কর্মকর্তা (পদসংখ্যা-৫৫)
গ. সহকারী উৎপাদন কর্মকর্তা (পদসংখ্যা-১০৫)
(২১ সেপ্টেম্বর, ২০১৮; বিকাল ৪টা-৫ টা)
পরীক্ষা নিয়ন্ত্রকঃ আই বি এ, ঢাবি
৪) কম্বাইন্ড ৮ ব্যাংকের সিনিয়র অফিসারঃ
লিখিত পরীক্ষা (২২ সেপ্টেম্বর,২০১৮; বিকাল ৩টা-৫টা)
৫) জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসারঃ
রি-রিটেন পরীক্ষা (৫ই অক্টোবর,২০১৮; বিকাল ৩টা-৫টা)
সম্ভাব্য পরীক্ষার তারিখ:
১) পল্লী সঞ্চয় ব্যাংকঃ
ক. সহকারী ক্যাশিয়ার (পদসংখ্যা-৪৮৫)
ক. সহকারী ক্যাশিয়ার (পদসংখ্যা-৪৮৫)
(২৮ সেপ্টেম্বর, ২০১৮)
২) খাদ্য অধিদপ্তরঃ
ক. উপ-খাদ্য পরিদর্শক (পদসংখ্যা-২৫০)
(৫ অক্টোবর, ২০১৮)
৩) কম্বাইন্ড ব্যাংকঃ অফিসার (ক্যাশ)
[SBL, JBL, BDBL & BKB- 2246 Post]
(১২ অক্টোবর, ২০১৮)
৪) কম্বাইন্ড ব্যাংকঃ অফিসার(টু ব্যাংক)
(অানসার ভিডিপি ও হাউস বিল্ডিং- ১৬৪ পোষ্ট )
(১৯ অক্টোবর, ২০১৮)
৫) প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ (১২ হাজার)
(২৬ অক্টোবর, ২০১৮)
(২৬ অক্টোবর, ২০১৮)
১৫তম শিক্ষক নিবন্ধন সার্কুলার সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে…..
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ