স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের আর দশজন ফুটবলারের মতোই দারিদ্যের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন তিনি। আর্থিক সংকটের মাঝেও তার ফুটবল খেলায় উৎসাহ জুগিয়ে গেছেন বাবা আর চাচা। বাড়ি থেকে অনুশীলনের মাঠ দূরে হওয়ায় থাকতেন চাচার বাসায়। বাস ভাড়া যোগার করতে আইসক্রিম ফেরি করতেন। সেই ছেলেটি এখন ব্রাজিলের জাতীয় দলের তরুণ তুর্কি রিচার্লিসন। গতকাল সালভাদরের বিপক্ষে প্রথম একাদেশ অভিষেক হয়ে গেল তার। অভিষেকে করলেন জোড়া গোল।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন, 'অনুশীলন করার মাঠ দূরে হওয়ায় চাচার বাসায় থেকেছি। অনুশীলনে যাওয়ার বাস ভাড়া থাকত না। পারিবারিক অবস্থাও ভালো ছিল না। তাই রাস্তায় মিষ্টি জাতীয় খাবার আর আইসক্রিম ফেরি করেছি পরিবারকে সাহায্য করতে। এসব করতেই হতো। কারণ পরিবারের জন্য সবাই যে কোনো কিছুই করতে পারে।'
একটা সময় তার মনে হয়েছিল, এভাবে আর কতদিন? খেলাটা মনে হয় ছেড়ে দেওয়াই ভালো। এমন ভেবে পকেটে শুধু বাস ভাড়ার টাকা নিয়ে হরিজন্তে শেষবারের মতো ট্রায়াল দিতে গেলেন। পরের ঘটনা জানুন তার মুখেই, 'আমি টিকে গিয়েছিলাম। ট্রায়ালে না টিকলে বাসায় ফিরতে পারতাম না। সেখান থেকে ৬০০ কিলোমিটার দূরে ছিল আমার বাসা। এখন ভাবি তখন হাল ছেড়ে দিলে আজ এখানে আসতে পারতাম না।'
সেই রিচার্লিসনক এখন এভারটনের নয়নের মণি। বিপুল পরিমাণ দামে তাকে কিনে নিয়েছিল ক্লাবটি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ৩ ম্যাচে ৩ গোল করেছেন। এভারটন হয়তো বুঝে গেছে, রিচার্লিসনের জন্য খরচ করা ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি জলে যায়নি। অথচ এই কিছুদিন আগেও তাকে কোনো ক্লাবই নিতে চায়নি। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার আদর্শ ফুটবলার ব্রাজিলের রোনালদো।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন