এশিয়া কাপে যে জার্সি পরে খেলবেন টাইগাররা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

এশিয়া কাপে যে জার্সি পরে খেলবেন টাইগাররা

Share This

দুবাইয়ে আগামীকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৪তম আসর। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। এশিয়া কাপে টাইগারদের জন্য নতুন জার্সি প্রস্তুত করা হয়েছে। এই জার্সিতে ইউনিলিভার বাংলাদেশের পণ্য লাইফবয় এর লোগো অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ হচ্ছে টাইগারদের নতুন স্পন্সর প্রতিষ্ঠান। লাইফবয় তাদের ফেসবুক পেইজে টাইগারদের জার্সির ছবি প্রকাশ করেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির পর টাইগাররা এই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। এর আগে টাইগারদের স্পন্সর প্রতিষ্ঠান ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। সম্প্রতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠানটি চুক্তি বাতিল করে। 

এশিয়া কাপে বাংলাদেশ লড়াই করবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে অন্য দুইটি দল হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ পর্ব শেষে টাইগাররা যদি পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকতে পারে তাহলে সুপার ফোর পর্বে খেলার সুযোগ পাবে।

এশিয়া কাপের সর্বশেষ তিন আসরে (২০১২, ২০১৪, ২০১৬) এশিয়া কাপের স্বাগতিক ছিল বাংলাদেশ। এই তিন আসরের মধ্যে দুইবার ফাইনাল খেলে টাইগাররা। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: