রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুই বাসের সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম দুলাল চন্দ্র দাস, বাড়ি নগরীর বড়বাড়ি এলাকায়। নিহত মহিলার নাম জানাতে পারেনি পুলিশ।

এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুর বাস টার্মিনাল থেকে বগুড়াগামী বাস এন কে পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা বাস মায়ের দোয়ার সংঘর্ষ হয়। এতে এক নারী ও এক পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের দোয়া বাসটির চালক প্রায় ৮০ মাইল বেগে চালিয়ে আসছিল। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই বিপরীত দিক আসা বাসের সাথে সংঘর্ষ হয়েছে। পুলিশ বাস দুটি জব্দ করলেও চালক ও হেলপারদের ধরতে পারেনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান বলেন, বাসের চালককে যে কোন মূল্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages