স্পোর্টস ডেস্ক: ১৪ম এশিয়া কাপের বাংলা-লংকা যুদ্ধটা কাল। আসরের উদ্বোধনী দিনে কাল দুবাইয়ে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৫টায় আর স্থানীয় সময়ে বিকেল ৩টায় ম্যাচ শুরু হবে।
ওয়েস্ট ইন্ডিজ থেকে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ জিতে দেশে ফিরে আসা মাশরাফি বাহিনী কাল এশিয়া কাপের উদ্বোধনী দিনে শ্রীলংকার মুখোমুখি হবে। এশিয়া কাপের মিশন শুরু করতে মাশরাফিরা ৯ সেপ্টেম্বর দেশত্যাগ করে। আর সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিলেন।
৫ দিনের অনুশীলন শেষে কাল মাশরাফিদের এশিয়া কাপের প্রথম পরীক্ষা। বাংলাদেশ দুবাইতে কোন ম্যাচ না খেলার অভিজ্ঞতা নিয়েই কাল প্রথম পরীক্ষায় মাঠে নামবে।
তবে এশিয়া কাপ সহ সর্বোপরি শ্রীলংকার বিপক্ষে টিম বাংলাদেশের জয়ের পরিসংখ্যান মোটেও আশা জাঁগানোর মতো নয়। পরিসংখ্যান ও অভিজ্ঞতা সেটা বলে। এ যাবত কাল টিম বাংলাদেশ ১৯৮৬ থেকে ২০১৮ অবদি মোট ওডিআই খেলেছে ৩৪৩টি, তাতে হেরেছে ২২৬ ম্যাচে, জয় ১১০টি এবং কোন ফলাফল আসেনি ৭ ম্যাচে। অপরদিকে লংকা মোট খেলেছে ৮২৩টি!
এছাড়া পূর্বের ইতিহাস বলছে টিম বাংলাদেশের এশিয়া কাপে ৪৪ ম্যাচ খেলে শ্রীলংকার বিপক্ষে মাত্র ৬টি ওডিআই ম্যাচে জয়ের মুখ দেখেছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন