কলম্বিয়ার সঙ্গে পারল না আর্জেন্টিনা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কলম্বিয়ার সঙ্গে পারল না আর্জেন্টিনা

Share This

আগের ম্যাচে গুয়াতেমালাকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ৩-০ গোলে জিতে বিশ্বকাপ হতাশা ভুলিয়ে দেয়ার আভাস দিয়েছিলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরের ম্যাচেও একই আশা ছিল। তবে কলম্বিয়ার বিপক্ষে পারলেন না তারা।

সর্বোচ্চ চেষ্টাটাই চালালেন লিওনেল স্কালোনি। সব অস্ত্রই ব্যবহার করলেন। তবুও কাজ হলো না। কোনোভাবেই কলম্বিয়ান জমাট রক্ষণ ভাঙতে পারলেন না তার শিষ্যরা। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো।

বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথম ২৫ মিনিটে একের এক পরীক্ষা নেয় আলবিসেলেস্তেরা। তবে সফলতার সঙ্গে সেই পরীক্ষা উতরে যান কলম্বিয়ান গোলরক্ষক দাভিদ অস্পিনা।

এরপর নিজেদের গুছিয়ে নেয় কলম্বিয়া। পাল্টা আক্রমণ দাগাতে থাকে দলটি। ফলে খেলা জমে উঠে। তবে প্রথমার্ধে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি।

এ ম্যাচে বেশ কিছু পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। শুরু থেকেই খেলছিলেন মাউরো ইকার্দি। তবে তাতেও কাজ হচ্ছিল না। ফলে দ্বিতীয়ার্ধের প্রথমদিকেই বদলি হিসেবে মাঠে নামান পাওলো দিবালাকে। এতে আক্রমণের ধার বাড়ে। জিওভানি লো সেলসোর জায়গায় ক্রিস্তিয়ান পাভোন এলে আরও গতি বাড়ে।


তবে তাদের পথে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান কলম্বিয়ার রক্ষণসেনারা। ৭২ মিনিটে গোল পেয়েই যাচ্ছিল আর্জেন্টিনা। তবে পাভোনের ক্রসে ইকার্দিকে মাথা ছোঁয়াতে দেননি তারা। ৮১ মিনিটে একইভাবে তাগলিয়াফিকোর ক্রসের নাগাল পেতে দেননি ইয়েরি মিনারা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: