আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কলকাতার ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।শনিবার রাত আড়াইটার দিকে এ আগুন লাগে। মার্কেটের ছয়তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে।আগুন নেভাতে দমকল বাহিনীর ৩০টি ইঞ্জিন কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা।ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় হাইড্রোলিক ল্যাডার থাকলেও তা কাজে লাগাতে পারছে না দমকল বাহিনী। সাধারণ মই দিয়েই কাজ সেরে নিচ্ছেন তারা।মার্কেটে মজুদ দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক ধারণা করছে দমকল বাহিনী।প্রাথমিকভাবে জানা গেছে, একটি পারফিউমের দোকানে প্রথম আগুন লাগে। দোকানটির পাশে ল্যাম্প পোস্ট থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।আগুনের লেলিহান শিখা পাশের ভবনেও ছড়িয়ে পড়ে।রাতে আগুন লাগায় মার্কেটে ঘুমন্ত কর্মচারীদের প্রাণহানির আশঙ্কা করছেন অনেকে।
মার্কেটের ঠিক উল্টোদিকের ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে, তসবিহ হাতে আল্লাহর নাম নিচ্ছেন।
কালো ধোঁয়া আর আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়েই তসবিহ গুনছিলেন তিনি। কোনো দিকে তার খেয়াল নেই।
কোনো মানুষের প্রাণ হারাক, বিধাতার কাছে সেই প্রার্থনাই করছিলেন তিনি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ