আজ ১৫ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। এশিয়া কাপের ১৪ তম আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কা বধে আজ মাঠে নামবে টাইগাররা।
যদিও বাংলাদেশের চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাছাড়া দু দলেরই পরস্পরের নাড়ি-নক্ষত্র জানা। এদিকে মাঠে নামার আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ শোনা যাচ্ছে। কেননা ম্যাচে তামিমকে ঘিরে সংশয় তৈরি হয়েছে, ওপেনিং জুটি সাজাতে নানা সমীকরণ!
কিছু দিন আগে মিরপুরে ব্যাটিং প্র্যাকটিসের সময় বাঁ হাতের অনামিকায় ব্যথা অনুভব করেছিলেন তামিম ইববাল। তেমনটাই জানিয়েছেন তামিম। তার ভাষ্য মতে,কদিন পর ব্যাটিংয়ের কারণেই হোক কিংবা যে কোন কারণেই হোক ব্যাটিংয়ের সময় আঙুলে ব্যাথা অনুভব করেছি। খানিক ফুলেও গেছে। এরপর কেটে গেছে গেছে ৭২ ঘন্টা।
কিন্তু আঙুলের সমস্যা পুরো মেটেনি। আজ দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে তামিমের খেলা নিয়ে সংশয় থেকেই গেছে। দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে গতকাল মধ্য রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই জানিয়েছেন। নান্নু জানিয়েছে, একাদশের রুপরেখা একরকম চূড়ান্ত।
তবে এক নম্বর ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে আছে সংশয়। আমরা শনিবার প্রথম ম্যাচে তাকেই পাবোই এমন নিশ্চয়তা নেই। খেলার ২৪ ঘন্টা আগে প্রধান নির্বাচক যখন এমন কথা, তখন বুঝাই যায় তামিমের আঙুলের ব্যাথা পুরোপুরি সাড়েনি।
প্রধান নির্বাচক সংশয়মুলক প্রকাশ করে বলেন, তামিম খেলবেই- নিশ্চিত করে এমন কথা বলতে পারেননি তিনি। উল্টো বলেন, তামিমের খেলা নিয়ে ডাউট আছে জানান তিনি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ