মোহাম্মদ আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি পাঁচ বছরেরও বেশি সময়। গত দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পেলেও তার ফিটনেসের অবস্থা ছিলো যাচ্ছেতাই। এই অবস্থায় তার আবার জাতীয় দলে ফেরার আলোচনায় কেবল হাস্যরসই হতো।
কিন্তু সেই আশরাফুলই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবার মাঠে নামার আগে ফিটনেস টেস্টে দেখালেন বিস্ময়কর সাফল্য। কদিন বাদেই শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। তার আগে বিপ টেস্ট নামের বিশেষ ধরনের ফিটনেস পরীক্ষায় ১১.৪ পয়েন্ট পেয়েছেন তিনি। আশরাফুলের দাবি, এটি আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেসের সমান। আশরাফুলের দাবি মোটেও ভুল নয়।
বুধবার ঢাকা মেট্রোর সতীর্থদের নিয়ে মিরপুরে অনুশীলনে আসেন আশরাফুল। এ সময় সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজের ফিটনেস নিয়ে বলেন, ‘বিসিবির খুব ভালো উদ্যোগ এটি। জাতীয় লিগ শুরুর আগে প্রতিটি দলের ফিটনেস টেস্ট নেয়া হচ্ছে। আজ আমাদের ঢাকা মেট্রোর ছিলো। আমরা বিপ টেস্ট দিয়েছি। সেখানে আমার স্কোর ছিলো ১১.৪। আরো দুজন এই স্কোর করেছে। আমার মনে সামনে ভালো কিছু করার জন্য এ রকম ফিটনেস খুব জরুরি। এটি আন্তর্জাতিক ক্রিকেটারদের ফিটনেস মান। তবে আমাকে আরো ভালো ফিটনেস অর্জন করতে হবে।’
আশরাফুল আরো বলেন, ‘এ ধরনের উদ্যোগ খুব ভালো। লিগ শুরু করার আগেই আমরা জানতে পারছি যে, আমাদের ফিটনেসের কী অবস্থা।’
দীর্ঘ দিন মূল স্রোতের ক্রিকেটের বাইরে থাকার পরও তিনি কিভাবে ফিটনেস টেস্টে এতো ভালো করলেন, তার ব্যাখ্যায় আশরাফুল বলেন, ‘গত দুই তিন মাস ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। ইচ্ছে ছিলো, জাতীয় লিগের প্রথম ম্যাচ থেকেই প্রস্তুত থাকার। আমি ১৩ বছর জাতীয় দলের হয়ে খেলেছি। আমি জানি যে, ফিটনেস লেভেল কোথায় রাখতে হয়।’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন