ডিসেম্বরের আগেই নতুন আলোকিত সিলেট - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ডিসেম্বরের আগেই নতুন আলোকিত সিলেট

Share This

ডিসেম্বরের আগেই আলোকিত হচ্ছে সিলেটের ২২ কিলোমিটার রাস্তা। আলোকিত করতে নগরীজুড়ে নতুন করে বৈদ্যুতিক খাম্বা স্থাপন করার কাজ চলমান রয়েছে। ‘সোলার স্ট্রিটলাইট’ প্রজেক্টের আওতায় ১ হাজার ২২টি লাইট স্থাপন করা হবে। এর মধ্যে সোলার এলইডি ২ কিলোমিটারে ৮০টি এবং নন সোলার ২০ কিলোমিটারে ৯৪২টি লাইট স্থাপন হচ্ছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের কাজ এগিয়ে চলছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজ বলেন, নগরীর সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের কাজে দায়িত্বশীলদের বৈদ্যুতিক খাম্বা স্থাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি ডিসেম্বরের মধ্যে নগরী সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের লাইট আলোকিত করবে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: