আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরখণ্ড রাজ্যের পৌরি গারওয়াল জেলায় পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গিরিখাদে পড়ে গেলে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
রোববার সকালে বাসটি পাপালি-বোয়ান সড়কের নৈনিদান্দা ব্লকের একটি ৬০ ফুট গভীর একটি গিরিখাদে পড়ে গিয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।
বাসটির ৪৭ যাত্রীর মধ্যে মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে হাসপাতালে ভর্তি ওই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোয়ান থেকে প্রায় ৪৫ যাত্রী নিয়ে ওই বাসটি রামনগরের উদ্দেশে রওনা হয়েছিল। পাহাড়ি পথে বাসটি ৬০ ফুট গভীর গিরিখাদে পড়ে গিয়ে অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ