ছন্দময় ব্রাজিল, গতিময় মেক্সিকো - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ছন্দময় ব্রাজিল, গতিময় মেক্সিকো

Share This

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা চলছে। এর মধ্যেই বর্ণহীন হতে শুরু করেছে বিশ্বকাপ। মেসি-রোনালদোর বিদায়ের পরে রাশিয়ার কাছে হেরে গিয়েছে স্পেন। জার্মানি বিদায় নিয়েছে আগেই। এই অবস্থায় সোমবার রাতে নেইমারদের ভাগ্যে কি ঘটছে সেদিকেই তাকিয়ে আছে ফুটবল বিশ্ব।

মেক্সিকোর সঙ্গে কি জিততে পারবে ব্রাজিল? এই উত্তরই আপাতত খুঁজছে সকলে। যা মিলবে কয়েক ঘণ্টার ভিতরেই। ম্যাচ শুরুর আগে ঠিক কোন অবস্থায় নেইমার অ্যান্ড কোং? ভক্তদের উৎকণ্ঠার শেষ নেই। মেক্সিকোর গতিময় ফুটবল নিয়ে ভিতরে ভিতরে যে ব্রাজিল খানিকটা টেনশনে আছে তা অনুমান করাই যায়। দিয়াগো সিলভা ও মিরান্দার জুটি কীভাবে মেক্সিকান আক্রমণকে প্রতিহত করে তার উপরে ম্যাচের অনেক কিছুই নির্ভর করছে। মার্সেলোর চোট নিয়েও চিন্তায় রয়েছেন তিতে।

তবে শেষ পর্যন্ত সবথেকে আলোচনার বিষয় অবশ্যই ব্রাজিলের আক্রমণ ভাগ। যার নেতৃত্বে অবশ্যই নেমার। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়। টুর্নামেন্টের শুরুতে খানিক অগোছালো দেখালেও গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ জেতার সময়ে ব্রাজিলকে যথেষ্ট শক্তিশালী দেখিয়েছে। কেবল নেমার তো নন, ফিলিপ কুটিনহোর ফর্মও নিশ্চয়ই তিতের মনোবল বাড়াচ্ছে।

মেক্সিকো কিন্তু গত বিশ্বকাপে ব্রাজিলকে আটকে দিয়েছিল। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচ। দেখার এটাই, এবারের ম্যাচে কি তাদের হারাতে পারেন সেলেকাওরা, নাকি মেক্সিকো আরও বড় কোনও চমক উপহার দেবে ফুটবল দুনিয়াকে।

মেসি নেই। রোনাল্ডোও নেই। নেমারই যে ভক্তদের শিবরাত্রির সলতে তা আর বলা অপেক্ষা রাখে না। সারা বিশ্ব জুড়ে এবারের বিশ্বকাপের উন্মাদনার পিছনে যে ক’টি নাম, তার মধ্যে টিকে রয়েছে কেবল এই একটিই নাম। সোমবার যদি নেমার হেরে যান, তাহলে কার্যতই বর্ণহীন হয়ে পড়বে বিশ্বকাপ। ব্রাজিল তো বটেই, মন খারাপ হয়ে যাবে সারা বিশ্বের সেই সব দেশের সমর্থকদেরও যারা বিশ্বকাপে নিজেদের দেশের না খেলার দুঃখ ভোলেন ব্রাজিলকে সমর্থন করে। সেই দলে যে ভারত, বিশেষত কলকাতার ফুটবল-ভক্তরাও আছেন, তা বলাই বাহুল্য।

কেবল ব্রাজিলের জন্যই নয়, বিশ্বকাপের জৌলুস টিকিয়ে রাখতে তাই ব্রাজিলের জেতা একান্তি জরুরি। সেই চাপ সামলে নেমার বাহিনী কী করে তা দেখতে তাই সকলেই উন্মুখ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ