চেন্নাইয়ে কাবেরী বিতর্ক হওয়ায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সরে গিয়েছে সিএসকে ম্যাচ। এবার থেকে বাকী হোম ম্যাচগুলি সেখানেই খেলবে চেন্নাই। শুক্রবার রাজস্থানের বিরুদ্ধে নতুন মাঠে নামছে চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেম সময় রাত সাড়ে ৮ টায়।
তিন ম্যাচে ২টিতে জিতেছে ধোনির দল। তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৭ রান তাড়া করে মাত্র ৪ রানে হারে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনি অনবদ্য ৭৯ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে পরাজিত হতে হয়েছে। অন্যদিকে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে রয়েছে সিএসকে। এদিকে রাজস্থান চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে। আজকের ম্যাচে জয়ী দল টেবিলে শীর্ষ চার জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।
অজিঙ্ক রাহানের দল প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে হেরে গেলেও দিল্লি ও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পরপর জিতেছিল। তবে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছে। নাইটরা ব্যাটে-বলে অনবদ্য খেলে রয়্যালসদের হারিয়ে দিয়েছে। চেন্নাই দলে ব্যাটে-বলে অভিজ্ঞ একাধিক ম্যাচ উইনার রয়েছেন।
ওপেনিংয়ে অম্বাতি রায়াডু ও শেন ওয়াটসন, মিডল অর্ডারে মুরলী বিজয়, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, স্যাম বিলিংসরা রয়েছেন। বোলিংয়েও ইমরান তাহির, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুররা রয়েছেন। ফলে চেন্নাই যথেষ্ট ব্যালেন্স দল। এছাড়া অধিনায়ক ধোনি তো রয়েইছেন। রাজস্থান দলের দুটি ম্যাচ খারাপ গেলেও অজিঙ্ক রাহানে, সাঞ্জু স্যামসন, জস বাটলার, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠীর মতো ভালো ব্যাটসম্যান রয়েছেন।
পাঞ্জাবের বিপক্ষে বিপক্ষে পিঠে ব্যথা নিয়ে পুরো ম্যাচ ব্যাট করেছেন এম এস ধোনি। শুক্রবারের ম্যাচে অাজ মাঠে নামার আগে অনুমীলনে করেছেন তিনি। আজকের ম্যাচে একাদশে থাকতে পারেন ইনজুরির জন্য দুই ম্যাচ বাইরে থাকা রায়নাকে।
এছাড়াও বোলিং বিভাগে জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতম, বেন লাফলিন রয়েছেন। বোলিং বিভাগ কিছুটা দুর্বল হলেও ব্যাটিং দিয়ে তা পুষিয়ে দিতে পারে রাজস্থান। ইতিমধ্যে আরসিবি ম্যাচে ২১৭ রান তুলে তা প্রমাণ রয়েছে তাঁরা।
এই অবস্থায় রাজস্থানের ব্যাটিং বনাম চেন্নাইয়ের বোলিংয়ের লড়াই দেখা যেতে পারে পুনের স্টেডিয়ামে। কোন দল জেতে এখন সেটাই দেখার। যারা জিততে, প্রথম চারের দৌড়ে তাঁরা এগিয়ে যাবে।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, এম বিজয় / সুরেশ রায়না, স্যাম বিলিংস, ধোনি / ধ্রুভ শর্মি, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, শরদুল ঠাকুর, ইমরান তাহির।
রাজস্থান রয়্যালস: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ডি’আরসি শর্টস / হেইনারচ ক্লাসেন, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপদী, বেন স্টোকস, জন বাটলার কে গৌতম, শ্রীরাম গোপাল, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাডকাত, বেন লাওথিন / জোফ্রা আর্চার
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ