শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে ব্যাট করেছেন লিটন ও মুশফিক, সেটা নাকি বিশ্বাসই হচ্ছে না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। তারা এভাবে ছ্ক্কা মারতে পারেন তা নাকি জানাই ছিল না তার। এ দুজনের ব্যাটিং দেখে বিস্মিত হয়েছেন বোর্ড প্রধান। চার দিনের শ্রীলঙ্কা সফর শেষে আজ রবিবার দুপুরে কলম্বো ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন।
লিটন মুশফিকের ব্যাটিংই শুধু নয়, তিনি মুগ্ধ তামিম সৌম্যের ব্যাটিংয়েও। পাপন বলছিলেন, ‘তামিম-সৌম্য যে এভাবে মারতে পারে, এটা আমাদের জানা ছিল। লিটনও যে মারতে পারে, আমার জানা ছিল না। মুশফিকের ব্যাপারটা তো না-ই না। সত্যি বলতে, মুশফিককে সবার সামনে কালকেও বলেছি, ‘তুমি যে এরকম মারতে পারো, আমি জানিই না!’
এ চারজনের ব্যাটিংয়ে অবিভূত বিসিবি প্রধান আরো বলেন, ‘লিটন যেভাবে খেলেছে, পুরো ম্যাচের সুরই বদলে দিয়েছে সে। তামিমের ওপর চাপ কমে গেছে। তামিম মারা শুরু করল, সৌম্য ধরে রাখল। মুশফিক এল, সৌম্য মারা শুরু করল। এই যে পরিকল্পনা, এটা ছিল দেখার মতো।’
তামিম, মুশফিক, সৌম্য ও লিটনকে প্রশংসায় ভাসালেও পাপন রাগ ঝেড়েছেন ২ রানে রান আউট হওয়া সাব্বিরের ওপর। সাব্বিরকে ধমক দিয়েছেন তা নিজেই জানালেন পাপন, ‘জঘন্য। সে তো ডাইভও দেয়নি। ওকে ওই সময় সিঙ্গেল নিতে কে বলল? কাল সবার সামনেই ওকে বলেছি, ওখানে সিঙ্গেল নিতে পাঠানো হয়নি তোমাকে। ছয় মারার খেলোয়াড় তো মিরাজ নয়। তোমাকে পাঠিয়েছি ছক্কা মারতে। তোমাকে মারতে হবে, ব্লক করেছ কেন? হয় মারবা, না হলে নাই! জিতে গেলে তো বেশি বলা যায় না!’
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ