বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের মনোনয়ন দাখিল - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের মনোনয়ন দাখিল

Share This

দফায় দফায় আলোচনা পর্যালোচনার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে।

রোববার দুপুরের পর সমিতির বর্তমান সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) ব্যানারে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

আগামী ২১ ও ২২ মার্চ দু’দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিতাই রায় চৌধুরীসহ বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাস বলেন, নীল প্যানেলের আইনজীবীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় ছিল আজ বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সেশনের নির্বাচনে সরকার সমর্থক আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ প্যানেলের সভাপতি পদ প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট এস কে মোহাম্মদ মোরসেদ।

আওয়ামী লীগ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মোরসেদ জাগো নিউজকে জানান, গত বৃহস্পতিবার আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচনে আমরা পুরো প্যানেলে জয়ী হবো ইনশাআল্লাহ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ