উড়তে থাকা বাংলাদেশ দল এবার রেটিং পয়েন্ট থেকে নিচে নেমে গেল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশ হারিয়েছে চার রেটিং পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে পয়েন্ট হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে ১০ নম্বর অবস্থানেই আছে বাংলাদেশ।
বুধবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
অকল্যান্ডের এই সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফলে র্যাংকিংয়ে পাকিস্তানের সমান রেটিং পয়েন্ট হয়েছে অস্ট্রেলিয়ার। তবে ভগ্নাংশের ব্যবধানে দুই নম্বরে আছে তারা।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ চার পয়েন্ট হারালেও শ্রীলঙ্কার বেড়েছে তিন পয়েন্ট। যদিও তালিকায় অবস্থান পরিবর্তন হয়নি তাদেরও। আগের মতোই আট নম্বরে আছে লঙ্কানরা।
ট্রান্স-তাসমান টুর্নামেন্ট শুরুর আগে নিউজিল্যান্ড র্যাংকিংয়ের দুইয়ে ছিল। তবে এই সিরিজ শেষে সাত পয়েন্ট হারিয়ে নেমে গেছে চারে। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ডও পয়েন্ট হারিয়েছে। পাঁচ পয়েন্ট হারিয়ে তারা চার থেকে নেমে গেছে ছয়ে। ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার পাঁচে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতায় আছে ভারত ও স্বাগতিকরা। ভারত আগের মতোই তিনে ও দক্ষিণ আফ্রিকা আছে সাত নম্বরে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ