বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। আজ টেস্টের পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৩০৭ রান করার পর দুই দলের অধিনায়কের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষনা করেন আম্পায়াররা।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষের দ্বিতীয় টেস্ট। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় এই টেস্টেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর সে লক্ষ্যেই এবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন সাব্বির রহমান ও বাদ পড়েছেন রুবেল হোসেন ও সানজামুল ইসলাম।
ঢাকা টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাইম হাসান ও তানভীর হায়দার।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন