সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলায় উচ্চ আদালতের জামিনে থাকা ছাত্রলীগ, যুবলীগের ১০ জন নেতাকর্মী সিলেটের আদালত হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক সাইফুজ্জামান হিরো তাদেরকে এ জামিন দেন।
এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে গত বছরের ১৫ নভেম্বর প্রতিবেদন দাখিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। পরদিন ১৬ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ছাত্রলীগ-যুবলীগসহ ওই সময়ে ছাত্রবাসে উত্তেজনা সৃষ্টিকারী শিবিরের ৩ জনসহ ৩২ জনের সংশ্লিষ্টতা পায় তদন্ত কমিটি।
আদালতের সহকারী কৌঁসুলী অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলায় ছাত্রলীগ, যুবলীগের ১০ জন উচ্চ আদালত থেকে গত ৪ ডিসেম্বর ৬ সাপ্তাহের জামিন নিয়েছিলেন।
সোমবার তারা নির্ধারিত দিনে সিলেটের নিম্ন আদালতে হাজির হলে আদালতে বিচারক তাদের জামিন বহাল রাখেন।
জামিনপ্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সিলেট সরকারি কলেজের সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, শ্রমিক নেতা আবু সরকার, সাবেক ছাত্রলীগ নেতা এসআর রুমেল, কামরুল ইসলাম, বাবলা, আতিকুর রহমান এবং জ্যোতির্ময় দাস সৌরভ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন