মালিতে নিহত ৩ শান্তিরক্ষীর জানাযা সম্পন্ন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মালিতে নিহত ৩ শান্তিরক্ষীর জানাযা সম্পন্ন

Share This

আফ্রিকার মালিতে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা সম্পন্ন হয়েছে। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে জানাযায় অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

জানাযার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং মিনুসমা ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যা-পল ডিকোনিনক শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাযায় সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর এই তিন সদস্যের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। পরে মালির ফোর্স কমান্ডার সেনা জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ২৪ সেপ্টেম্বর মালিতে বিদ্রোহীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে নিহত হন সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর); ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা) এবং সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

এ ঘটনায় আহত হন আরও চার বাংলাদেশি শান্তিরক্ষী। তারা হলেন হলেন- মেজর জাদিদ, পদাতিক (ঢাকা); করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী); সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)।-সময়ের সংলাপ24/ডি-এইচ