পঞ্চমবারের মতো বলিউড বাদশাহর দলে সাকিব - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পঞ্চমবারের মতো বলিউড বাদশাহর দলে সাকিব

Share This

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান।
২০১১ সাল থেকে এ ফ্র্যাঞ্চাইজিতে আছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। এবার নিয়ে খেলবেন টানা পাঁচ মৌসুম।

 বছরের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। নতুন মৌসুমে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রথম সময়সীমা ১৫ ডিসেম্বর শুরু হয়ে বৃহস্পতিবারই শেষ হয়েছে।

এ সময়ের মধ্যে সাকিবসহ কেকেআর রেখে দিয়েছে মোট ১৫ জনকে। ভারতের বাইরের আছেন ৬ জন।
সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো রেখেছে ১০১ জনকে। তাদের মধ্যে বিদেশি কোটায় আছেন ৩৭ জন।

ছেড়ে দেওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম দুই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বীরেন্দ্রার শেবাগ ও যুবরাজ সিং। শেবাগকে কিংস ইলেভেন পাঞ্জাব ও গতবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার যুবরাজকে ছেড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

দিল্লি ছেড়েছে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকেও। আর সানরাইজ হায়দরাবাদ ছেড়ে দিয়েছে কেভিন পিটারসেন ও ডেল স্টেইনকে। পাঞ্জাব তাদের গত আসরের অধিনায়ক অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকেও ছেড়ে দিয়েছে।

বিরাট কোহলি-ক্রিস গেইল-এবি ডি’ভিলিয়ার্সের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিনেশ কার্তিককে ছেড়ে দিয়ে বছরের প্রথম খেলোয়াড় হিসেবে কিনেছে দিল্লি কেদার যাদবকে।